হিজরি নববর্ষের শুরুতে মসজিদুল হারামে নতুন মিম্বার

হিজরি নববর্ষের শুরুতেই পবিত্র মসজিদুল হারামে নতুন গিলাফ পরানো হয়েছে। এবার সেখানে যুক্ত করা হলো নতুন মিম্বার। ১৪৪৫ হিজরির প্রথম শুক্রবার (২১ জুলাই) জুমার খুতবা নতুন এই মিম্বারেই দেওয়া হয়।
নতুন এই মিম্বারের সাজসজ্জায় আগের চেয়ে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। মসজিদুল হারামের নতুন সম্প্রসারিত আর-রুওয়াক অংশের স্থাপত্যশৈলীর নকশায় মিম্বারটির ডিজাইন করা হয়েছে।
কাঠের তৈরি সাদা রঙের এই মিম্বারে ২টি সিঁড়ি রয়েছে। আর তৃতীয় স্তরটি ইমামের বসার স্থান। চারপাশের ৪টি খুঁটির ওপর তা তৈরি করা হয়। আর ওপরে রয়েছে দৃষ্টিনন্দন ছাদ। এর চারপাশের সোনালি রং দিয়ে ৮ বার ‘আল্লাহু’লেখা হয়। সূর্যের আলোতে তা ঝলঝল করতে থাকে। ছাদের ওপর রয়েছে সোনালি রঙের তারকা। আর সামনের দিকে রয়েছে একটি ছোট দরজা।
সাধারণত পবিত্র মসজিদুল হারামের মিম্বার ৩ স্তরের হয়ে থাকে। এর উচ্চতা ৩.০৪ মিটার ও প্রস্থ ১.২০ মিটার।
পবিত্র কাবা প্রাঙ্গণে গত শুক্রবার ১৪৪৫ হিজরি নববর্ষের প্রথম জুমায় ইমামতি করেন শায়খ ড. ইয়াসির আল দাওসারি।
আগে মক্কার খলিফা ও গভর্নররা পবিত্র কাবার সামনে মাটিতে দাঁড়িয়ে জুমার খুতবা দিতেন। সর্বপ্রথম কাবা শরিফে মিম্বরের ওপর খুতবা দেন হজরত মুয়াবিয়া রা.। পরে আরও অনেকবার বিভিন্ন সময় মিম্বার পাল্টানো হয়েছে। তবে কোনো মিম্বারই স্থায়ীভাবে কাবা প্রাঙ্গণে স্থাপন করা হয়নি।
তথ্যসূত্র: হারামাইন ওয়েবসাইট