শনিবার ০৩ মে ২০২৫, বৈশাখ ২০ ১৪৩২, ০৫ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত আগামী সাত মাস হবে বাংলাদেশের অর্থনীতির জন্য নির্ধারক সময়: প্রেস সচিব ৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া গত তিন দিনে হজে গেছেন ১৩,১৯১ জন বাংলাদেশি হজযাত্রী পহেলগাঁও হামলায় ‘র’-এর জড়িত থাকার গোপন নথি ফাঁস চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে ইন্টারিম সরকারকে হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭ ‘মানবিক করিডোরের’ সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ‘জাতীয় স্বার্থে প্রস্তুত পাকিস্তান’—ট্যাংকের ওপর দাঁড়িয়ে বললেন সেনাপ্রধান বৈষম্যবিরোধী হয়ে থাকলে শ্রমিকের বেতন বাড়ান: ইউনূসকে সেলিম ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, ‘ব্যবস্থার’ নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর ভোটার তালিকায় রোহিঙ্গা: বিশেষ এলাকায় ‘কঠোর পদক্ষেপ’ ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে মে দিবস উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করুন: ভারত-পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলার ধরন যেমন হতে পারে ঐকমত্য কমিশন যেন বিভাজনের কমিশন না হয় পোপ হতে চান ট্রাম্প অবশেষে সেই খনিজ চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন

আন্তর্জাতিক

নাফ নদী থেকে আটক ৪ রোহিঙ্গাকে একদিন পর ছেড়ে দিলো আরাকান আর্মি

 প্রকাশিত: ২২:১০, ২ মে ২০২৫

নাফ নদী থেকে আটক ৪ রোহিঙ্গাকে একদিন পর ছেড়ে দিলো আরাকান আর্মি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরার সময় আটক চার রোহিঙ্গা যুবককে একদিন পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের জাদিমুড়া সীমান্ত দিয়ে তারা রোহিঙ্গা ক্যাম্পে ফিরে আসেন।

ফিরে আসা চারজন হলেন—টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইসমাঈলের ছেলে আরাফাত উল্লাহ, ছৈয়দ আলমের ছেলে মো. আনিস উল্লাহ, মো. জাবের, এবং মো. হাসানের ছেলে মো. আনোয়ার সাদেক।

জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া সীমান্ত এলাকার নাফ নদীতে ওই চারজন মাছ ধরছিলেন। মাছ ধরার একপর্যায়ে তারা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে চলে যান। তখন আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। পরে নিশ্চিত হওয়া গেলে যে তারা জেলে, যাচাই-বাছাই শেষে শুক্রবার সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, “বিজিবি শুরু থেকেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছিল। এই কারণে তাদের ছাড়তে বাধ্য হয়েছে তারা। ফেরত আসা চারজনকে রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইন-চার্জের অধীনে হস্তান্তর করা হয়েছে।”

তবে এ ঘটনায় ভিন্ন বক্তব্য দিয়েছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি বলেন, “যাদের জেলে বলা হচ্ছে, তারা প্রকৃতপক্ষে জেলে নয়। মূলত মাদক আনতে তারা প্রায়ই মিয়ানমারে যাতায়াত করে।”

এই ঘটনা সীমান্ত নিরাপত্তা ও রোহিঙ্গা জনগোষ্ঠীর চলাফেরা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।