আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা আওয়ামী লীগকে ‘জনগণের অধিকার হরণকারী দল’ আখ্যা দিয়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। তাছাড়া দেশের মৌলিক সংস্কার করেই নির্বাচনের দাবি জানায় দলটি।
সমাবেশে বক্তব্য রাখেন শহীদ খালিদ সাইফুল্লার পিতা ডা. কামরুল। তিনি বলেন, “আমার ছেলের বুকে ৭০টা গুলি করা হয়েছিল। একজন মানুষকে মারতে কতগুলো গুলির প্রয়োজন হয়?” তিনি আরো বলেন, “আমি বলতে চাই, খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।