দিনাজপুর সীমান্তে উত্তেজনা: বিএসএফ দুই কৃষককে ধরে নেওয়ায় প্রতিবাদে ভারতীয় দুই নাগরিককে আটকাল গ্রামবাসী

বিএসএফ দুই কৃষককে ধরে নেওয়ায় প্রতিবাদে গ্রামবাসীর পাল্টা প্রতিক্রিয়া, আটক ২ ভারতীয় নাগরিক
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ধান কাটতে থাকা দুই বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল। ৩২০ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে দুই ভারতীয় নাগরিক—অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে ধরে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখেন। পরে বিজিবি সদস্যরা এসে ওই দুই ভারতীয়কে নিজেদের হেফাজতে নেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।