শুক্রবার ০২ মে ২০২৫, বৈশাখ ১৯ ১৪৩২, ০৪ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

পহেলগাঁও হামলায় ‘র’-এর জড়িত থাকার গোপন নথি ফাঁস চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে ইন্টারিম সরকারকে হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭ ‘মানবিক করিডোরের’ সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ‘জাতীয় স্বার্থে প্রস্তুত পাকিস্তান’—ট্যাংকের ওপর দাঁড়িয়ে বললেন সেনাপ্রধান বৈষম্যবিরোধী হয়ে থাকলে শ্রমিকের বেতন বাড়ান: ইউনূসকে সেলিম ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, ‘ব্যবস্থার’ নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর ভোটার তালিকায় রোহিঙ্গা: বিশেষ এলাকায় ‘কঠোর পদক্ষেপ’ ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে মে দিবস উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করুন: ভারত-পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলার ধরন যেমন হতে পারে ঐকমত্য কমিশন যেন বিভাজনের কমিশন না হয় পোপ হতে চান ট্রাম্প অবশেষে সেই খনিজ চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন

রাজনীতি

ইসির বক্তব্য এক রাজনৈতিক দলের সঙ্গে মিলে যাচ্ছে: এনসিপি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৩:৫১, ১ মে ২০২৫

ইসির বক্তব্য এক রাজনৈতিক দলের সঙ্গে মিলে যাচ্ছে: এনসিপি

ইসির বক্তব্য একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে মিলে যাচ্ছে”— মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন এনসিপি নেতারা।

‘মে দিবসের আহ্বান ও ২৪–এর গণ–অভ্যুত্থানের প্রেরণায়: নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা’ শীর্ষক এক আলোচনা সভায় নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের নেতাদের দাবি, ইসি-র কিছু বক্তব্য একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে মিলে যাচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের শ্রমিক উইং এই আলোচনা সভার আয়োজন করে। সভায় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে সংস্কারের প্রস্তাব দিয়েছি, কিন্তু কিছু বিষয়ে ইসি দ্বিমত পোষণ করেছে। তাদের বক্তব্য একটি বিশেষ দলকে ক্ষমতায় আনার চেষ্টা বলেই মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান আইন ও বিধান দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনের পুনর্গঠন এখন জরুরি।’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, শ্রমিকদের দাসের মতো ব্যবহার করা হচ্ছে। তারা যে পরিমাণ শ্রম দেয়, সে তুলনায় মজুরি অপ্রতুল। তিনি বলেন, ‘শ্রমিকদের মুক্তির জন্য একটি নতুন বাংলাদেশ গড়তে হবে, যেখানে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।’

দলের মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, সংস্কার যেন কোনো একক দলকে সুবিধা না দেয়, তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘আমরা ১৯৪৭, ১৯৭১, ১৯৯০—প্রতিটি সময়েই বঞ্চনার শিকার হয়েছি। ২০২৪-এ এসেও আমরা সেই বঞ্চনার ধারাবাহিকতায় আছি।’

আরেক মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের পোশাক শিল্পে শ্রমিকদের শোষণের ব্যবস্থা করা হয়েছে। অচিরেই এই মালিকবান্ধব ব্যবস্থা ভেঙে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, এনসিপি শ্রমিকদের পাশে থেকে একটি নতুন কাঠামো গড়তে চায়।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির শ্রমিক উইংয়ের সংগঠক রহমতউল্লা রবিন নিহাল। বক্তব্য দেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক রিয়াজ মোর্শেদ, শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়ক শাহ আলম, আল আমিন, সজিব ওয়াফি, আবু আবদুল্লাহ ও সদস্য ফয়সাল আহমেদ প্রমুখ।