পোপ হতে চান ট্রাম্প

বিশ্বের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায় ক্যাথলিক চার্চ গভীর শোকে আচ্ছন্ন। গত সপ্তাহে প্রয়াত হয়েছেন চার্চের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
তার মৃত্যুতে শুরু হয়েছে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, তিনি কাকে নতুন পোপ হিসেবে দেখতে চান। ট্রাম্প হালকা রসিকতার ভঙ্গিতে বলেন, আমি পোপ হতে চাই। এটি হবে আমার এক নম্বর চয়েজ।
তবে মুহূর্ত পরেই ট্রাম্প স্পষ্ট করে জানান, এ বিষয়ে তার কোনো নির্দিষ্ট পছন্দ নেই। তিনি নিউইয়র্কের একজন ‘ভালো কার্ডিনাল’-এর কথা উল্লেখ করে বলেন, দেখা যাক কী হয়।
যদিও বাস্তবে ট্রাম্প কখনোই পোপ হতে পারবেন না। কারণ হিসেবে ধর্মীয় নিয়ম ও ব্যক্তিগত জীবন তুলে ধরা হচ্ছে। ক্যাথলিক চার্চের নিয়ম অনুযায়ী, পোপ পদে নির্বাচিত হতে হলে তাকে হতে হয় অবিবাহিত ও ধর্মীয়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প তিনবার বিবাহিত এবং রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত-সমালোচিত প্রেসিডেন্টদের একজন।
রয়টার্সের খবরে জানা গেছে, নিউইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোলানের নাম শোনা গেলেও, ভ্যাটিকান থেকে প্রকাশিত সম্ভাব্য পোপ প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় তিনি নেই। তবে যুক্তরাষ্ট্র থেকে অন্তত একজন কার্ডিনাল—জোসেফ তোবিন, যিনি বর্তমানে নিউজার্সির আর্চবিশপ—তালিকায় রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এখন পর্যন্ত কোনো মার্কিনি নাগরিক পোপের পদে আসীন হতে পারেননি।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তার শেষকৃত্যে অংশ নিতে গত সপ্তাহে স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে ভ্যাটিকান সিটিতে যান ট্রাম্প।