শুক্রবার ০২ মে ২০২৫, বৈশাখ ১৮ ১৪৩২, ০৪ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

পহেলগাঁও হামলায় ‘র’-এর জড়িত থাকার গোপন নথি ফাঁস চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে ইন্টারিম সরকারকে হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭ ‘মানবিক করিডোরের’ সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ‘জাতীয় স্বার্থে প্রস্তুত পাকিস্তান’—ট্যাংকের ওপর দাঁড়িয়ে বললেন সেনাপ্রধান বৈষম্যবিরোধী হয়ে থাকলে শ্রমিকের বেতন বাড়ান: ইউনূসকে সেলিম ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, ‘ব্যবস্থার’ নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর ভোটার তালিকায় রোহিঙ্গা: বিশেষ এলাকায় ‘কঠোর পদক্ষেপ’ ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে মে দিবস উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করুন: ভারত-পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলার ধরন যেমন হতে পারে ঐকমত্য কমিশন যেন বিভাজনের কমিশন না হয় পোপ হতে চান ট্রাম্প অবশেষে সেই খনিজ চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন

রাজনীতি

ত্রিশালে ধারণকৃত নজরুল স্মৃতিবিজড়িত ‘ইত্যাদি’ প্রচার হবে শুক্রবার

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০০:০৭, ২ মে ২০২৫

ত্রিশালে ধারণকৃত নজরুল স্মৃতিবিজড়িত ‘ইত্যাদি’ প্রচার হবে শুক্রবার

জাতীয় কবির স্মৃতিধন্য ত্রিশালে ধারণ করা বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে শুক্রবার।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য স্থান ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে ধারণ করা বিশেষ পর্বের ‘ইত্যাদি’ প্রচারিত হবে শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণার শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ২০২২ সালের জুলাই মাসে এই পর্ব ধারণ করা হয়।

দর্শনে দৃষ্টিনন্দন মঞ্চ, জাতীয় কবির কবিতা ও প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা এই পর্বে থাকছে নজরুল স্মৃতিবিজড়িত নানা বিষয়, তাঁর সাহিত্য ও সংগীতচর্চার প্রতি শ্রদ্ধা।

এই ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত।
ফাগুন অডিও ভিশনের তথ্য অনুযায়ী, এ পর্বে জনপ্রিয় নজরুলসংগীত পরিবেশন করেছেন বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ। রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দুটি কবিতার সমন্বয়ে একটি বিশেষ সংগীত, যার সংগীতায়োজন করেছেন মেহেদী এবং নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম। এতে অংশ নিয়েছেন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী।

এ ছাড়া এই সংকলিত পর্বে ‘ইত্যাদি’র সাভার ইপিজেডে ধারণ করা অংশ থেকে সৈয়দ আব্দুল হাদী ও সুবীর নন্দীর একটি গানও সংযোজন করা হয়েছে। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

অনুষ্ঠানে থাকবে নজরুলের ত্রিশাল অধ্যায়ের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণী, চালবাজারের অসাধু ব্যবসা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন, পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক আবু বকর সিদ্দিকের কৃষি উদ্যোগ নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন এবং ময়মনসিংহের ফুলপুরের মানবিক গল্প।

আন্তর্জাতিক পর্বে এবার থাকছে গ্রিসের প্রাচীন নিদর্শন অ্যাক্রোপোলিস নিয়ে তথ্যবহুল প্রতিবেদন। দর্শকপর্বে জাতীয় কবিকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে চারজন দর্শক।

‘ইত্যাদি’র নিয়মিত বিভাগগুলোতেও থাকছে হাস্যরসাত্মক নাট্যাংশ—মামা-ভাগনে, নানি-নাতি, চিঠিপত্র—এবং লোকসংগীতের পরিবেশনা। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরল বাদ্যযন্ত্র সংগ্রাহক রেজাউল করিম।