পাকিস্তানের পতাকা উত্তোলন করে অস্থিরতা তৈরির পরিকল্পনা, ২ জন গ্রেফতার

পাকিস্তানের পতাকা উত্তোলন করে অস্থিরতা তৈরির পরিকল্পনা, দুই গ্রেফতার
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার আকাইপুর রেলস্টেশনের কাছে পাকিস্তানের পতাকা উত্তোলন করার সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) রাতে তারা একটি শৌচাগারে পাকিস্তানের পতাকা লাগানোর চেষ্টা করছিলেন। স্থানীয়রা বিষয়টি জানার পর পুলিশকে খবর দেন এবং পুলিশ এসে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের নাম চন্দন মালাকার ও প্রজ্ঞজিত মণ্ডল। তারা উভয়েই আকাইপুরের বাসিন্দা এবং সনাতনী ঐক্য মঞ্চের সদস্য।
বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, ওই দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা উত্তোলন করে ভারতবিরোধী স্লোগান তোলার পরিকল্পনা করছিলেন এবং সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করে।
তাদের জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা স্বীকার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যাতে এ ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কিনা, তা তদন্ত করা যায়।
এই ঘটনার পটভূমিতে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয় এবং ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর প্রেক্ষিতে পাকিস্তানের পতাকা অবমাননার বেশ কিছু ঘটনা ঘটেছে।