‘জাতীয় স্বার্থে প্রস্তুত পাকিস্তান’—ট্যাংকের ওপর দাঁড়িয়ে বললেন সেনাপ্রধান

ট্যাংকের ওপর দাঁড়িয়ে পাকিস্তান সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির হুঁশিয়ারি দিয়েছেন, ভারত যদি কোনো সামরিক দুঃসাহস দেখায়, তবে তার কঠোর, দৃঢ় এবং দ্রুত জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার (১ মে) পাঞ্জাব প্রদেশের ঝিলামে 'হ্যামার স্ট্রাইক' নামের সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ট্যাংকের ওপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেনারেল মুনির বলেন, “কোনো অস্পষ্টতা নেই। ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রস্তুতি ও সংকল্প অত্যন্ত দৃঢ়।”
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ‘হ্যামার স্ট্রাইক’ মহড়াটি পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনীর মংলা স্ট্রাইক কর্পস। সেনাপ্রধান এই মহড়ায় অংশ নেওয়া সেনাদের মনোবল, প্রস্তুতি এবং দক্ষতার প্রশংসা করেন এবং দেশের অখণ্ডতা রক্ষায় তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে, একই দিনে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “পাকিস্তান কখনও আগে থেকে যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি ভারত আগ্রাসন চালায়, তাহলে আমরা শক্তিশালী জবাব দেব।” তিনি আরও বলেন, “বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। আমরা শান্তি চাই, কিন্তু আত্মরক্ষার অধিকার আমাদের আছে।”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ভারতীয় নিরাপত্তাকর্মী হতাহত হন। নয়াদিল্লি এ ঘটনার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করেছে। এর জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।
পাক পররাষ্ট্রমন্ত্রী দার এ অভিযোগ নাকচ করে বলেন, “ভারত পেহেলগাম হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং এই ঘটনার মাধ্যমে গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলেছে।”