শনিবার ০৩ মে ২০২৫, বৈশাখ ২০ ১৪৩২, ০৫ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত আগামী সাত মাস হবে বাংলাদেশের অর্থনীতির জন্য নির্ধারক সময়: প্রেস সচিব ৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া গত তিন দিনে হজে গেছেন ১৩,১৯১ জন বাংলাদেশি হজযাত্রী পহেলগাঁও হামলায় ‘র’-এর জড়িত থাকার গোপন নথি ফাঁস চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে ইন্টারিম সরকারকে হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭ ‘মানবিক করিডোরের’ সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ‘জাতীয় স্বার্থে প্রস্তুত পাকিস্তান’—ট্যাংকের ওপর দাঁড়িয়ে বললেন সেনাপ্রধান বৈষম্যবিরোধী হয়ে থাকলে শ্রমিকের বেতন বাড়ান: ইউনূসকে সেলিম ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, ‘ব্যবস্থার’ নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর ভোটার তালিকায় রোহিঙ্গা: বিশেষ এলাকায় ‘কঠোর পদক্ষেপ’ ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে মে দিবস উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করুন: ভারত-পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলার ধরন যেমন হতে পারে ঐকমত্য কমিশন যেন বিভাজনের কমিশন না হয় পোপ হতে চান ট্রাম্প অবশেষে সেই খনিজ চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন

রাজনীতি

আমরা কারও চাকরি নিচ্ছি না, চাকরি দিচ্ছিও না: প্রেস সচিব শফিকুল আলম

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৫:৫৯, ২ মে ২০২৫

আমরা কারও চাকরি নিচ্ছি না, চাকরি দিচ্ছিও না: প্রেস সচিব শফিকুল আলম

চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ: গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক সভায় বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

চট্টগ্রাম প্রেস ক্লাবে আজ শুক্রবার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আমরা কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, চাকরি দিচ্ছিও না। যারা আন্দোলন করছেন, তারা টিভি স্টেশনগুলোর বাইরে গিয়ে প্রতিবাদ করছেন, এটা তাদের অধিকার। তবে চাকরিচ্যুত হওয়া তিনজন সাংবাদিকের ঘটনায় অন্তর্বর্তী সরকার দায়ী নয়।’

‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ: গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন। সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, ‘বাকস্বাধীনতা দমন করার কোনো ইচ্ছা সরকারের নেই। আমরা কারও মুখ বন্ধ করছি না, কারও কলম কেড়ে নিচ্ছি না, কিংবা ছাপাখানায় গিয়ে তালা দিচ্ছি না। বরং আমরা সবাইকে বলছি, স্বাধীনভাবে সাংবাদিকতা করুন।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর সব সম্পাদককে ডেকে বলেছেন—আপনারা খোলাখুলি লিখুন, আমরা ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই, আমাদের ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের।’

অপতথ্যের প্রসঙ্গে
প্রেস সচিব বলেন, ‘জুলাই বিপ্লবের পর দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে এসেছে অপতথ্যের মোকাবিলা। এর মূল উৎস হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া এবং কিছু রাজনৈতিক গোষ্ঠী। তাঁরা মিলেমিশে প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যার পেছনে রয়েছে বিপুল অর্থ। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যেসব ভিডিও ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে সাধারণ মানুষ বুঝতে পারছে না সত্য-মিথ্যার পার্থক্য।’

তিনি আরও বলেন, ‘নিউজ কনজিউম করার ধরণ বদলে যাওয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সমাজকে অস্থিতিশীল করছে। এখন শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক মিডিয়াও অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িত।’

সভায় অন্যদের বক্তব্য
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান এবং মহাসচিব কাদের গণি চৌধুরী। তাঁরা সাংবাদিকতার নৈতিকতা ও সাংবাদিকদের কর্মপরিবেশ নিয়ে বক্তব্য দেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সভায় ধারণাপত্র উপস্থাপন করেন। তিনি বলেন, ‘আগে সরকার ঠিক করে দিত টকশোতে কারা আসবেন, রিপোর্ট কে করবেন। এখন এসব অনুশীলন বন্ধ করা হয়েছে।’

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নছরুল কদির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার এবং পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের সদস্যসচিব খুরশীদ জামিল চৌধুরী।