স্কুলের মাঠে পশুর হাট বসানো, শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে

স্কুলের মাঠে পশুর হাট, শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত
লালমনিরহাটের কালীগঞ্জে শিয়ালখোওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানোর কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়ের খেলার মাঠে সপ্তাহে দুটি দিন (শনি ও বুধবার) বসে পশুর হাট, যার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
১৬ এপ্রিল থেকে স্কুল মাঠে নিয়মিত পশুর হাট বসানো শুরু হয়েছে, যা দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে। হাটের পাশাপাশি, মাঠে বাকি পাঁচদিন নিয়মিত বাজার বসে। এভাবে স্কুল মাঠের দখল হওয়ায় শিশুদের পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিক্ষার্থীরা জানাচ্ছেন, পশুর হাট ও বাজারের কারণে তাদের পড়াশোনা এবং খেলাধুলা দুটি একসঙ্গে করা সম্ভব হচ্ছে না। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আরিফ বলেন, “আমরা এখন আর ফুটবল খেলতে পারি না, আমাদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে।” নবম শ্রেণির ছাত্র শরিফুল ইসলাম বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলা না করতে পারলে আমাদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম আলী জানান, “শিক্ষার পরিবেশ বাঁচাতে হলে এই মাঠ থেকে হাট সরানো প্রয়োজন।” এলাকার বাসিন্দারা ও শিক্ষকরা অভিযোগ করেছেন যে, হাটের কারণে শুধু শিক্ষার পরিবেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, অপরাধপ্রবণতাও বাড়ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা বদরুল হাসান বলেন, “এ ধরনের পরিস্থিতি শিক্ষা ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর।” উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, “স্কুল মাঠে হাট বসানো যায় না, বিকল্প জায়গার জন্য চেষ্টা চলছে এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এলাকার বাসিন্দাদের দাবি, শিশুদের যেন সুষ্ঠু পরিবেশে পড়াশোনা এবং খেলাধুলা করার সুযোগ দেওয়া হয়।