শনিবার ০৩ মে ২০২৫, বৈশাখ ২০ ১৪৩২, ০৫ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত আগামী সাত মাস হবে বাংলাদেশের অর্থনীতির জন্য নির্ধারক সময়: প্রেস সচিব ৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া গত তিন দিনে হজে গেছেন ১৩,১৯১ জন বাংলাদেশি হজযাত্রী পহেলগাঁও হামলায় ‘র’-এর জড়িত থাকার গোপন নথি ফাঁস চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে ইন্টারিম সরকারকে হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭ ‘মানবিক করিডোরের’ সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ‘জাতীয় স্বার্থে প্রস্তুত পাকিস্তান’—ট্যাংকের ওপর দাঁড়িয়ে বললেন সেনাপ্রধান বৈষম্যবিরোধী হয়ে থাকলে শ্রমিকের বেতন বাড়ান: ইউনূসকে সেলিম ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, ‘ব্যবস্থার’ নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর ভোটার তালিকায় রোহিঙ্গা: বিশেষ এলাকায় ‘কঠোর পদক্ষেপ’ ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে মে দিবস উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করুন: ভারত-পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলার ধরন যেমন হতে পারে ঐকমত্য কমিশন যেন বিভাজনের কমিশন না হয় পোপ হতে চান ট্রাম্প অবশেষে সেই খনিজ চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন

আন্তর্জাতিক

আর্জেন্টিনা-চিলিতে শক্তিশালী ভূমিকম্প, চিলিতে সুনামি সতর্কতা

 প্রকাশিত: ২১:২৮, ২ মে ২০২৫

আর্জেন্টিনা-চিলিতে শক্তিশালী ভূমিকম্প, চিলিতে সুনামি সতর্কতা

আর্জেন্টিনা ও চিলির উপকূলীয় এলাকায় আজ শুক্রবার ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্যাপ হর্ন ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী ড্রেক প্যাসেজে। ভূমিকম্পের কেন্দ্রটি ছিল ভূমি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)।

ভূমিকম্পের পরপরই চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা দক্ষিণাঞ্চলের মেগালেনেস অঞ্চলের উপকূলীয় এলাকার সব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে। সংস্থাটি সতর্ক করেছে যে, ওইসব এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে।

চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনগ্রাফিক সার্ভিস (SHOA) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে জানায়, কয়েক ঘণ্টার মধ্যেই চিলির সর্বদক্ষিণের শহরগুলো ও অ্যান্টার্কটিকার বিভিন্ন বেসে সুনামির প্রভাব দেখা দিতে পারে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মেগালেনেস অঞ্চলে সুনামি সতর্কতামূলক সাইরেন বাজছে এবং স্থানীয় বাসিন্দারা শান্তভাবে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

চিলির অ্যান্টার্কটিক ইনস্টিটিউট জানিয়েছে, সুনামির সম্ভাবনার কারণে অ্যান্টার্কটিকার তাদের সব বেস খালি করে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) জানিয়েছে, অ্যান্টার্কটিকায় প্রায় ০.৩ মিটার এবং চিলির মূল ভূখণ্ডে ১ থেকে ৩ মিটার উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক পোস্টে বলেন, “মেগালেনেস অঞ্চলের পুরো উপকূল থেকে আমরা সবাইকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এ মুহূর্তে আমাদের দায়িত্ব হচ্ছে প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা। সম্ভাব্য সুনামির জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”