গত তিন দিনে হজে গেছেন ১৩,১৯১ জন বাংলাদেশি হজযাত্রী

গত তিন দিনে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১৩,১৯১ জন বাংলাদেশি (ব্যবস্থাপনা সদস্যসহ) মক্কা ও মদিনায় গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩,৭৩৮ জন এবং বেসরকারিভাবে গেছেন ৯,৪৫৩ জন।
২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ৩২টি ফ্লাইটে এই যাত্রীরা পৌঁছেছেন। বিমানের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৫,৮১১ জন, সৌদি এয়ারলাইন্স ৩,৫৭৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩,৮০৬ জন হজযাত্রী। তবে দুঃখজনকভাবে একজন হজযাত্রী, খলিলুর রহমান, মারা গেছেন বলে হজ ব্যবস্থাপনা সূত্র জানিয়েছে। এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজে যাওয়ার কথা রয়েছে।