নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি তুললো এইড ফর মেন ফাউন্ডেশন

নারী সংস্কার কমিশন বাতিলের দাবি তুললো এইড ফর মেন ফাউন্ডেশন, সামাজিক মূল্যবোধ রক্ষার আহ্বান
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়েছে এইড ফর মেন ফাউন্ডেশন। সংগঠনটির দাবি, কমিশনের প্রতিবেদন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে, সংবিধানবিরোধী এবং বৈষম্যপূর্ণ। তারা কমিশনটি বাতিলের দাবি করেছে এবং ভবিষ্যতে এমন কমিশন গঠনের সময় দেশের ধর্মীয় অনুভূতিগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে।
শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল কারীম আবরার, জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি কস্টা, এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম প্রমুখ।
মুফতি রেজাউল কারীম আবরার বলেন, "এই কমিশনের প্রতিবেদন ইসলামসহ বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে এবং এটি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। মুসলিম সমাজের বিয়ে, তালাক, অভিভাবকত্ব ইত্যাদি বিষয়ে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যা এই কমিশন অবজ্ঞা করছে।" তিনি দাবি করেন, কমিশনটি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নয় এবং এটি অবিলম্বে বাতিল করা উচিত।
অ্যালবার্ট পি কস্টা বলেন, "এই কমিশনের প্রতিবেদন খ্রিস্টান ধর্মসহ সব ধর্মের মানুষদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।" তিনি জানান, "যে কোনো ধর্মের মানুষ তার নিজ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পারিবারিক বিষয়াদি পরিচালনা করবে, এটি তার মৌলিক অধিকার।"
প্রদীপ কুমার পাল জানান, "এই কমিশনের রিপোর্ট একপাক্ষিক এবং পশ্চিমা আদর্শের অনুসরণকারী। এটি নারীর উন্নতির নয়, বরং দেশের ধর্মীয় মূল্যবোধের ক্ষতি করছে।"
সাইফুল ইসলাম নাদিম বলেন, "এই কমিশন ধর্মবিদ্বেষী এবং পুরুষবিদ্বেষী। তারা পশ্চিমা নারীবাদী ধারণা চাপিয়ে দেয়ার চেষ্টা করছে, যা আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে।"
সংগঠনটি দাবি করে, নারী বিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল করতে হবে এবং সঠিক মূল্যবোধের ভিত্তিতে নতুন একটি কমিশন গঠন করা উচিত।