শুক্রবার ০২ মে ২০২৫, বৈশাখ ১৮ ১৪৩২, ০৪ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

পহেলগাঁও হামলায় ‘র’-এর জড়িত থাকার গোপন নথি ফাঁস চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে ইন্টারিম সরকারকে হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭ ‘মানবিক করিডোরের’ সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ‘জাতীয় স্বার্থে প্রস্তুত পাকিস্তান’—ট্যাংকের ওপর দাঁড়িয়ে বললেন সেনাপ্রধান বৈষম্যবিরোধী হয়ে থাকলে শ্রমিকের বেতন বাড়ান: ইউনূসকে সেলিম ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, ‘ব্যবস্থার’ নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর ভোটার তালিকায় রোহিঙ্গা: বিশেষ এলাকায় ‘কঠোর পদক্ষেপ’ ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে মে দিবস উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করুন: ভারত-পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলার ধরন যেমন হতে পারে ঐকমত্য কমিশন যেন বিভাজনের কমিশন না হয় পোপ হতে চান ট্রাম্প অবশেষে সেই খনিজ চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন

আন্তর্জাতিক

পহেলগাঁও হামলায় ‘র’-এর জড়িত থাকার গোপন নথি ফাঁস

 প্রকাশিত: ২৩:৩২, ১ মে ২০২৫

পহেলগাঁও হামলায় ‘র’-এর জড়িত থাকার গোপন নথি ফাঁস

কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত ও পাকিস্তান একে অপরকে দায়ী করলেও, এবার টেলিগ্রামে ফাঁস হওয়া একটি গোপন নথিতে উঠে এসেছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর জড়িত থাকার সম্ভাবনার বিষয়টি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, টেলিগ্রামে ফাঁস হওয়া এনক্রিপ্টেড ওই নথি পহেলগাঁও হামলার পেছনে ভারত সরকারের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ বহন করে।

ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, হামলাটি একটি সুপরিকল্পিত “ফলস ফ্ল্যাগ অপারেশন” ছিল, যা ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা তোলার জন্য সাজানো হয়। এতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করার ছক কষা হয়েছিল হামলার ৩৬ ঘণ্টা পর। এই পরিকল্পনায় ছিল অস্পষ্ট ভিডিও ফুটেজ ব্যবহার করে ফরেনসিকভাবে পাকিস্তানকে জড়িত প্রমাণের চেষ্টা, এবং ২০০টিরও বেশি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো।

ফাঁস হওয়া নথিতে আরও উল্লেখ রয়েছে যে, ঘটনাস্থলে ‘প্রত্যক্ষদর্শী’ সাজাতে ছদ্মবেশে র-এর এজেন্টদের পর্যটক হিসেবে মোতায়েন করা হয়েছিল। এমনকি ভুয়া মিডিয়া সেটআপ ও আগেভাগে তৈরি করা প্রতিবেদন দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো দ্রুত পাকিস্তানকে দায়ী করে সংবাদ প্রচার করে।

বিশ্লেষকদের মতে, এত দ্রুত হামলাকারীদের নাম প্রকাশ এবং সাজানো তথ্য প্রচারের মাধ্যমে ভারতের সন্ত্রাসবিরোধী দাবির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই ফাঁস ভারত সরকারের আন্তর্জাতিক সুনাম ও বিশ্বাসযোগ্যতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। যদিও ভারত সরকার ফাঁস হওয়া তথ্য নিয়ে তদন্ত শুরু করেছে, এখন পর্যন্ত নথিগুলোর সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।