ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশ মশা নিধনে কার্যকর ব্যবস্থা নিয়েছে, ভালো করে স্প্রে করেছে। তাই ওসব দেশে মশা কমেছে, সাথে কমেছে ডেঙ্গু রোগীও। আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে। এ জন্য সিটি করপোরেশন ও পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশে মশা বাড়ায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবং সেই সাথে বাড়ছে মৃত্যুও। তাই যে পর্যন্ত মশা না কমবে, সে পর্যন্ত রোগীর সংখ্যাও কমবে না, মৃত্যুও কমবে না। ইতোমধ্যে ডেঙ্গুতে ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আর মৃত্যু দেখতে চাই না।’
তিনি আরো বলেন, ‘সবাই মিলে কাজ করে যেভাবে কোভিডের নিয়ন্ত্রণ করা হয়েছে একই ভাবে ডেঙ্গুও নিয়ন্ত্রণ করা যাবে। ইতোমধ্যে ভারত থেকে ৭ লাখ স্যালাইন আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। আজকালের মধ্যে চলে আসবে সাড়ে ৩ লাখ স্যালাইন। বাকিগুলোও শিগগিরই চলে আসবে।’