প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ আরো ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

প্রাকৃতিক দুর্যোগের কারণে পেছানো হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা। একই সঙ্গে পেছানো হয়েছে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও আলিম পরীক্ষা। এর ফলে চট্টগ্রামসহ এসব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে।
শুক্রবার (১১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয় ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে, অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
অনলাইন নিউজ পোর্টাল ২৪