এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৯

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমনা পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এই বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।
ফলাফলে দেখা গেছে, মোট ১ লাখ ৮৩ হাজার ৫০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পয়েছে। তাদের মধ্যে ৮৪ হাজার ৯৬৪ জন ছাত্র এবং ৯৮ হাজার ৬১৪ জন ছাত্রী।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সকাল ৯টার দিকে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী।
এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সামনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা।
অনলাইন নিউজ পোর্টাল ২৪