বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, বৈশাখ ২৪ ১৪৩২, ১০ জ্বিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েল-হুথি উত্তেজনা: ধ্বংস হলো ইয়েমেনের সানা বিমানবন্দর

 প্রকাশিত: ২২:২৯, ৬ মে ২০২৫

ইসরায়েল-হুথি উত্তেজনা: ধ্বংস হলো ইয়েমেনের সানা বিমানবন্দর

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৬ মে) চালানো এই হামলায় বিমানবন্দরের রানওয়ে, বিমান এবং মূল অবকাঠামো একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলা ছিল প্রতিশোধমূলক, কারণ গত রোববার হুথিরা বেলিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন-এ হামলা চালায়। ওই হামলায় অন্তত ছয়জন আহত হন এবং বিমানবন্দরের আংশিক ক্ষতি হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “সানা বিমানবন্দর হুথিদের অস্ত্র ও সদস্য পরিবহনের একটি কেন্দ্র ছিল। বিমান থেকে চালানো হামলায় রানওয়ে ও অবকাঠামো পুরোপুরি অকেজো করে দেওয়া হয়েছে।”

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি হামলায় রাজধানী সানার আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে এবং শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলার প্রভাবে পার্শ্ববর্তী হুথি-নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদাহ-তেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে, গত ডিসেম্বরে ইসরায়েলের একটি হামলায় সানা বিমানবন্দরে ছয়জন নিহত হওয়ার খবর দিয়েছিল হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যম।

হুথি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সোমবার ইসরায়েলের পাল্টা হামলায় হোদেইদাহ বন্দরের একটি সিমেন্ট কারখানায় চারজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছেছে, যেখানে ইয়েমেনের যুদ্ধ আর সরাসরি আঞ্চলিক সংঘর্ষে রূপ নিচ্ছে।