শনিবার ১০ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

রাজনীতি

সীমান্তে পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপি’র

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৩:৩৯, ৭ মে ২০২৫

সীমান্তে পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপি’র

আইজিপি’র নির্দেশ: সীমান্তে পুলিশ সুপারদের সতর্ক থাকতে হবে

ভারত-পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে জন্য সীমান্তবর্তী এলাকাগুলোর পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আজ বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে অনুষ্ঠিত 'বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪' এর চূড়ান্ত প্রতিযোগিতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এই নির্দেশনার কথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম এবং তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং অংশগ্রহণকারী শ্যুটাররা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল।

আইজিপি জানান, ভারতের সাথে সীমান্তবর্তী ৩০টি জেলা এবং মিয়ানমারের সাথে ৩টি জেলা রয়েছে। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে বাংলাদেশের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য সীমান্তবর্তী জেলা পুলিশ সুপারদের আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা করবো যেন এর প্রেক্ষিতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়।”

এদিন গুলশানে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, আর স্পেশাল ব্রাঞ্চ (এসবি) রানার্স আপ হয়েছে।