ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাজ্য

ভারত-পাকিস্তান উত্তেজনায় যুক্তরাজ্যের মধ্যস্থতার প্রস্তাব
পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনা প্রশমনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য। দুই দেশের মধ্যে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের পর, ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।
রেনল্ডস বলেন, “আমরা উভয় দেশের বন্ধু ও অংশীদার। আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ ও উত্তেজনা হ্রাসে আমাদের গভীর আগ্রহ রয়েছে, এবং আমরা এই লক্ষ্য অর্জনে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।”
এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ব্রিটিশ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। তারা ভারত-পাকিস্তান সীমান্তের ৮ কিলোমিটার (৫ মাইল) এলাকার মধ্যে এবং লাইন অব কন্ট্রোল এর ১৬ কিলোমিটার এলাকাজুড়ে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
এছাড়াও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যেকোনো ধরনের ভ্রমণ পুরোপুরি নিরুৎসাহিত করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। ব্রিটিশ নাগরিকদের ভ্রমণসংক্রান্ত আপডেট নিয়মিত অনুসরণ করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।”