রোববার ১১ মে ২০২৫, বৈশাখ ২৭ ১৪৩২, ১৩ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

আন্তর্জাতিক

খাগড়াছড়ি সীমান্তে পুশইন, উদ্বেগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

 প্রকাশিত: ২১:৩৬, ৭ মে ২০২৫

খাগড়াছড়ি সীমান্তে পুশইন, উদ্বেগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির মতে, এই সংঘাত দুই দেশের সাধারণ মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে এবং এর নেতিবাচক প্রভাব নারী ও শিশুদের ওপরও পড়বে।

দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বুধবার (৭ মে) এক বিবৃতিতে বলেন, "ভারতের বিজেপি সরকার কাশ্মীরে পর্যটক হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছে। এটির পেছনে রয়েছে আসন্ন রাজ্য ও জাতীয় নির্বাচন সামনে রেখে হিন্দুত্ববাদী উস্কানি ও করপোরেট স্বার্থের মিশ্র কৌশল।"

তিনি আরও বলেন, “এটা নিশ্চিত যে, সাধারণ মানুষ কোনো যুদ্ধ চায় না। কারণ, যেকোনো সংঘাতের অভিঘাত তাদের ওপরই সবচেয়ে বেশি পড়ে।”

বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অভিযোগ করে, ভারত খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে তাদের নাগরিকদের ‘পুশইন’ করছে, যা একটি উসকানিমূলক তৎপরতা হিসেবে বিবেচিত। এদের গুজরাট থেকে ধরে এনে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

এ অবস্থায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে উল্লেখ করে দলটি অন্তর্বর্তী সরকারকে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

সাইফুল হক বলেন, “বাংলাদেশকে ঘিরে যে ভূ-রাজনৈতিক কৌশলগত দ্বন্দ্ব চলছে, তা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের দেশ যেন কোনো পরাশক্তির ‘গুটি’ হয়ে না পড়ে।”

তিনি জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানান।