চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসিসহ ৭ পুলিশ সদস্য হামলার শিকার

যশোরের চৌগাছা উপজেলায় আসামি ধরতে গিয়ে পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকারদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি সিয়াম-কে গ্রেপ্তার করতে এসআই মেহেদী হাসান মারুফ এবং এসআই উত্তম-এর নেতৃত্বে একটি পুলিশ দল মাকাপুর গ্রামে অভিযানে যায়। সিয়ামকে গ্রেপ্তারের পর স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্সসহ ঘটনাস্থলে যান। পুলিশ দল আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীরা পুনরায় পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসিসহ মোট সাত জন পুলিশ সদস্য আহত হন।
এএসআই লাভলু গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহত সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদীন বলেন, “পুলিশের সাত সদস্য চিকিৎসা নিতে এসেছেন। একজনের মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে, তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, “আসামি গ্রেফতারের সময় আমাদের ওপর সংঘবদ্ধভাবে হামলা হয়। এতে আমরা আহত হই, তবে সিয়ামকে থানায় আনা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”