যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পথনকশা তৈরি করছে বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পথনকশা তৈরি করছে বাংলাদেশ
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য স্পষ্ট হিসাব-নিকাশের মাধ্যমে একটি পথনকশা তৈরি করা হয়েছে। তিনি বলেন, "এতে কিছু পণ্যের তালিকা নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে আমরা আশা করছি বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমাতে পারব।"
আজ মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ওয়েবিনারে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, "যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির বিষয়ে অনেক কথাবার্তা অনুমাননির্ভর, তবে উচ্চ শুল্ক আরোপের পেছনে বাণিজ্য ঘাটতির বাস্তবতা ছিল।"
ওয়েবিনারে আকাশপথে ট্রান্সশিপমেন্ট সম্পর্কে জানাতে চাওয়া হলে বাণিজ্য উপদেষ্টা বলেন, "অন্যান্য দেশের তুলনায় আমাদের খরচ কম হওয়ার কারণে আমরা কিছু সম্ভাবনাকে কাজে লাগাচ্ছি, যা পণ্য পরিবহন আরও দক্ষ ও প্রতিযোগীসক্ষম করবে।"
তিনি আরও বলেন, "কক্সবাজারে রানওয়ে দীর্ঘ করার কাজ চলছে যাতে বড় কার্গো বিমান সেখানে অবতরণ করতে পারে। এছাড়া বিদেশি কার্গো পরিবহনকারী বিমান সংস্থাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।"
এছাড়া, সরকারের পক্ষ থেকে দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, "সরকার প্রায় ৩০টি পাটকল এবং বস্ত্রকল বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে ইজারা দেওয়া হবে।"
তিনি বলেন, "সরকার শস্য উৎপাদনের পর অপচয় কমাতে বাফার সংরক্ষণ ব্যবস্থা গড়তে চায় এবং এ খাতে বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে।"
জ্বালানি সরবরাহের বিষয়ে তিনি বলেন, "দেশে গ্যাস বিতরণের জন্য ভালো সরবরাহ ব্যবস্থা রয়েছে, তবে রিগ্যাসিফিকেশন স্টেশন নেই। এ বিষয়ে সরকারের নতুন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে।"
এছাড়া, ভোলায় প্রাকৃতিক গ্যাসের উদ্বৃত্ত থাকার বিষয়টি উল্লেখ করে তিনি সেখানে বিনিয়োগের আহ্বান জানান।