রোববার ১১ মে ২০২৫, বৈশাখ ২৮ ১৪৩২, ১৩ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

আন্তর্জাতিক

নাইজেরিয়ার প্লাটু প্রদেশে রাতে বন্দুকধারীদের হামলা, ছয়জন নিহত

 প্রকাশিত: ২২:২৯, ৭ মে ২০২৫

নাইজেরিয়ার প্লাটু প্রদেশে রাতে বন্দুকধারীদের হামলা, ছয়জন নিহত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাটু প্রদেশের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। সম্প্রতি ধর্মীয় উত্তেজনা বেড়ে যাওয়ায় এ অঞ্চলে সহিংসতার ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

হামলার ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, প্লাটু প্রদেশের বারকিন জেলার মারিত গ্রামে। স্থানীয় সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

হামলার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ডেভিড দাভু বলেন, "রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ গুলির শব্দে জেগে উঠি। আমরা জানি না কী অপরাধ করেছি। ওরা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না।"

তিনি জানান, হামলার সময় তিনি পরিবারসহ জঙ্গলে পালিয়ে আশ্রয় নেন। পরদিন সকালে ফিরে এসে চারপাশে লাশ দেখতে পান।

নিহত ব্যক্তিদের পরিচয় বা হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন। তবে নাইজেরিয়ার প্লাটু রাজ্যটি দেশটির মুসলিমপ্রধান উত্তর ও খ্রিষ্টানপ্রধান দক্ষিণের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতা দেখা দেয়।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই প্লাটু রাজ্যে দুই সপ্তাহব্যাপী সহিংসতায় শতাধিক মানুষ প্রাণ হারান। তার আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে এক গ্রামে হামলায় প্রায় ২০০ জন নিহত হয়েছিলেন।