নাইজেরিয়ার প্লাটু প্রদেশে রাতে বন্দুকধারীদের হামলা, ছয়জন নিহত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাটু প্রদেশের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। সম্প্রতি ধর্মীয় উত্তেজনা বেড়ে যাওয়ায় এ অঞ্চলে সহিংসতার ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
হামলার ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, প্লাটু প্রদেশের বারকিন জেলার মারিত গ্রামে। স্থানীয় সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
হামলার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ডেভিড দাভু বলেন, "রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ গুলির শব্দে জেগে উঠি। আমরা জানি না কী অপরাধ করেছি। ওরা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না।"
তিনি জানান, হামলার সময় তিনি পরিবারসহ জঙ্গলে পালিয়ে আশ্রয় নেন। পরদিন সকালে ফিরে এসে চারপাশে লাশ দেখতে পান।
নিহত ব্যক্তিদের পরিচয় বা হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন। তবে নাইজেরিয়ার প্লাটু রাজ্যটি দেশটির মুসলিমপ্রধান উত্তর ও খ্রিষ্টানপ্রধান দক্ষিণের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতা দেখা দেয়।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই প্লাটু রাজ্যে দুই সপ্তাহব্যাপী সহিংসতায় শতাধিক মানুষ প্রাণ হারান। তার আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে এক গ্রামে হামলায় প্রায় ২০০ জন নিহত হয়েছিলেন।