আমাদের দেশ বিক্রি হবে না — ট্রাম্পকে স্পষ্ট জানালেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি

কানাডা কখনো বিক্রি হবে না” — ট্রাম্পকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন সদ্য নির্বাচিত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি—“আমাদের দেশ কখনো বিক্রি হবে না।” স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ট্রাম্প মজা করে বলেন, “আপনারা যদি আমেরিকার ৫১তম রাজ্য হতে রাজি হন, তাহলে এটা হবে এক অসাধারণ বন্ধন।” জবাবে কার্নি দৃঢ়ভাবে বলেন, “কিছু জায়গা কখনো বিক্রি হয় না—যেমন ওভাল অফিস বা বাকিংহাম প্যালেস। কানাডাও ঠিক তেমনই।”
কার্নি আরও জানান, “নির্বাচনী প্রচারে জনগণের সঙ্গে কথা বলার সময় আমি বারবার শুনেছি—কানাডা বিক্রি হবে না, কখনো না।” এর জবাবে ট্রাম্প হেসে বলেন, “কখনো না—এটা কখনো বোলো না।”
বৈঠকের পর দুই নেতা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে কার্নি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে অনুরোধ করেছেন, তিনি যেন কানাডাকে যুক্তরাষ্ট্রে যুক্ত করার আহ্বান বন্ধ করেন।
৬০ বছর বয়সী লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি ২৮ এপ্রিলের নির্বাচনে জয়ী হন। নির্বাচনের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, ট্রাম্পের রিপাবলিকান নেতৃত্বের বিরুদ্ধে তিনি কড়া অবস্থান নেবেন।
উল্লেখ্য, ট্রাম্প এর আগেও কানাডার বিরুদ্ধে শুল্ক আরোপ ও বাণিজ্যযুদ্ধ শুরু করেছিলেন এবং বহুবার প্রকাশ্যে বলেছেন, “কানাডাকে আমেরিকার অংশ হওয়া উচিত।” তবে কানাডা শুধু ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্রই নয়, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদারও।