রোববার ১১ মে ২০২৫, বৈশাখ ২৭ ১৪৩২, ১৩ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

আন্তর্জাতিক

আমাদের দেশ বিক্রি হবে না — ট্রাম্পকে স্পষ্ট জানালেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি

 প্রকাশিত: ২৩:১৮, ৭ মে ২০২৫

আমাদের দেশ বিক্রি হবে না  — ট্রাম্পকে স্পষ্ট জানালেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি

কানাডা কখনো বিক্রি হবে না” — ট্রাম্পকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন সদ্য নির্বাচিত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি—“আমাদের দেশ কখনো বিক্রি হবে না।” স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ট্রাম্প মজা করে বলেন, “আপনারা যদি আমেরিকার ৫১তম রাজ্য হতে রাজি হন, তাহলে এটা হবে এক অসাধারণ বন্ধন।” জবাবে কার্নি দৃঢ়ভাবে বলেন, “কিছু জায়গা কখনো বিক্রি হয় না—যেমন ওভাল অফিস বা বাকিংহাম প্যালেস। কানাডাও ঠিক তেমনই।”

কার্নি আরও জানান, “নির্বাচনী প্রচারে জনগণের সঙ্গে কথা বলার সময় আমি বারবার শুনেছি—কানাডা বিক্রি হবে না, কখনো না।” এর জবাবে ট্রাম্প হেসে বলেন, “কখনো না—এটা কখনো বোলো না।”

বৈঠকের পর দুই নেতা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে কার্নি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে অনুরোধ করেছেন, তিনি যেন কানাডাকে যুক্তরাষ্ট্রে যুক্ত করার আহ্বান বন্ধ করেন।

৬০ বছর বয়সী লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি ২৮ এপ্রিলের নির্বাচনে জয়ী হন। নির্বাচনের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, ট্রাম্পের রিপাবলিকান নেতৃত্বের বিরুদ্ধে তিনি কড়া অবস্থান নেবেন।

উল্লেখ্য, ট্রাম্প এর আগেও কানাডার বিরুদ্ধে শুল্ক আরোপ ও বাণিজ্যযুদ্ধ শুরু করেছিলেন এবং বহুবার প্রকাশ্যে বলেছেন, “কানাডাকে আমেরিকার অংশ হওয়া উচিত।” তবে কানাডা শুধু ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্রই নয়, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদারও।