সোমবার ০৫ মে ২০২৫, বৈশাখ ২২ ১৪৩২, ০৭ জ্বিলকদ ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলায় আটক ২

 প্রকাশিত: ১১:৫৮, ৫ মে ২০২৫

গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলায় আটক ২

হামলায় আহত হাসনাত আব্দুল্লাহর গাড়ি।

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটক দুজন হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ দিপু।

রোববার রাতে তাদের আটক করা হয় বলে গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার রবিউল হাসান জানান।

রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়

মহানগর পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে থাকা অবস্থায় চার-পাঁচটি মোটরসাইকেলে এসে একদল লোক তার গাড়িতে হামলা করে।

“হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে।”

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এক ফেইসবুক পোস্টে বলেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।”