অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযান শুরু করবে সরকার

অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আসছে সরকারের কঠোর পদক্ষেপ!
অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আজ বুধবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা নিবন্ধন ছাড়া কিংবা মেয়াদোত্তীর্ণ সনদ নবায়ন না করে অবৈধভাবে ট্রাভেল এজেন্সি পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন, ২০১৩, সংশোধিত আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরকার জানিয়েছে, বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য অনিবন্ধিত সব প্রতিষ্ঠানকে অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে দ্রুত নিবন্ধনের আবেদন করতে হবে। একইসঙ্গে যেসব ট্রাভেল এজেন্সির সনদের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরও জরুরি ভিত্তিতে নবায়ন করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।