জাতীয় নিরাপত্তা উপদেষ্টা: ‘আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের বিষয়ে মিয়ানমারের মতামত যায় আসে না’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, `বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, যার স্বার্থে আমরা প্রয়োজনীয় যে কাউকের সঙ্গে যোগাযোগ রাখবো।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র এবং সীমান্ত সুরক্ষার স্বার্থে, বাংলাদেশ যে কোনো পক্ষের সাথে যোগাযোগ রাখতে পারে। তিনি আরও বলেন, মিয়ানমারের সামরিক সরকারের আপত্তি সত্ত্বেও, বাংলাদেশ আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ রাখছে।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বাংলাদেশ নিজস্ব স্বার্থে, যার সঙ্গে প্রয়োজন, তার সাথে কথা বলবে। মিয়ানমার আরাকান আর্মিকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করলেও, তারা নিজেদের স্বার্থে তাদের সঙ্গেও যোগাযোগ করছে।"
বাংলাদেশের সীমান্তে আরাকান আর্মির নিয়ন্ত্রণ থাকার কারণে, নিরাপত্তার স্বার্থে তাদের সাথে যোগাযোগ রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশ নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ স্বাগত জানাবে না।
তিনি আরও বলেন, "আরাকান আর্মিকে জাতিগত নিধন সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। যদি তারা এই নীতি অনুসরণ না করে, তাহলে তাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া কঠিন হবে।"
মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে খলিলুর রহমান বলেন, "আমরা সমস্যার সমাধান চাইলে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।"
তিনি মানবিক করিডর এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও কথা বলেন, বললেন, “বাংলাদেশ কোনো অবস্থাতেই জাতিগত নিধন সমর্থন করবে না, আর সেটি মেনে চলতে হবে।”