রোববার ১১ মে ২০২৫, বৈশাখ ২৭ ১৪৩২, ১৩ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

জাতীয়

ভিসা ইস্যুতে ইউএই’কে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

 প্রকাশিত: ২৩:২৮, ৭ মে ২০২৫

ভিসা ইস্যুতে ইউএই’কে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

ভিসা সহজীকরণে অগ্রগতি, ইউএই’কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশি নাগরিকদের ভিসা চালু ও সহজীকরণে অগ্রগতি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “ভিসার দরজা খোলার জন্য ধন্যবাদ। এখনও কিছু পদক্ষেপ বাকি, তবে আমরা সমস্যা সমাধানে সম্পৃক্ত থাকবো।”

আজ বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএই’র টলারেন্স অ্যান্ড এক্সিসটেন্স বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ান এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইউএই প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ বিন আলি আল সায়েঘ এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহমান আল হাওয়ি। শেখ নাহায়ান জানান, “বাংলাদেশের প্রতি সংহতি ও বন্ধুত্বের বার্তা নিয়ে আমি আমাদের প্রেসিডেন্টের নির্দেশে এসেছি। আমরা ভিসা থেকে শুরু করে বিনিয়োগসহ নানা খাতে সহযোগিতা করতে আগ্রহী।”

প্রধান উপদেষ্টা ইউনূস এ সময় ইউএই’র সাম্প্রতিক ভিসা নীতির প্রশংসা করেন এবং বিভিন্ন খাতে বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন প্রায় ৩০–৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে এবং দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা ব্যবস্থা পুনরায় চালু করেছে। ইতোমধ্যে ৫০০ নিরাপত্তা রক্ষীর ভিসা ইস্যু হয়েছে এবং আরও ১ হাজার ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উক্ত বৈঠকে ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হমোদি এবং বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিনিধি দলটি বাংলাদেশ ত্যাগ করে।