ব্রাহ্মণবাড়িয়ার আকাশি বিলে টর্নেডো, ক্ষয়ক্ষতির খবর নেই

"ব্রাহ্মণবাড়িয়ার আকাশি বিলে হঠাৎ টর্নেডো, তিন মিনিট স্থায়ী হলেও ক্ষয়ক্ষতি হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের আকাশি বিলে হঠাৎ করেই টর্নেডোর মতো ঘূর্ণিবায়ুর সৃষ্টি হয়। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে প্রায় তিন মিনিট স্থায়ী ছিল এই টর্নেডো। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহীন জানান, বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে স্থানীয় লোকজন আকাশি মাঠে ঘূর্ণিাকারে উঠতে থাকা একটি কুণ্ডলী দেখতে পান। মুহূর্তেই গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ছোটাছুটি শুরু করেন। মাঠে ধান শুকানো হচ্ছিল, সেসব খড় বাতাসে উড়তে থাকে। কুণ্ডলীর ওপরে দিকটি কালো হয়ে গিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডোর কাছাকাছি কেউ না থাকলেও অনেকে মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, খড় ও ধুলাবালি ঘূর্ণি আকারে ঘুরছে এবং ধীরে ধীরে সেটি আকাশে উঠে যাচ্ছে। কুণ্ডলীটি ফানেলের মতো দেখতে ছিল, আর আকাশে তখন চারদিক কিছুটা অন্ধকার হয়ে পড়ে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থলে কোনো পানি ছিল না, এবং ফসল বা জমির কোনো ক্ষতি হয়নি।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আকাশি মাঠেই টর্নেডোর উৎপত্তি হয়েছিল। যদিও এটি কয়েক মিনিট স্থায়ী ছিল, পরে সেটি আকাশে মিলিয়ে যায় এবং কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।