নুরের আশঙ্কা, রাজনীতি যাচ্ছে সংকটের দিকে

রাজশাহীতে নুরুল হক নুরের সতর্কবার্তা—যেকোনো সময় ওয়ান-ইলেভেন বা ফ্যাসিবাদী পরিস্থিতি ফিরতে পারে
রাজনীতিতে আসন্ন সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তাঁর মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতি যেকোনো সময় ওয়ান-ইলেভেন কিংবা ফ্যাসিবাদের দিকে গড়াতে পারে। নির্বাচন নিয়ে অনেকে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরে আসার আশা করলেও, তাঁর চোখে রাজনীতির আকাশে এখনো শঙ্কার মেঘ ঘনিয়ে আছে।
রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘আঠারো থেকে চব্বিশ, কোটা সংস্কার থেকে রাষ্ট্রসংস্কার’ শীর্ষক আলোচনা সভায় নুর এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এ সভায় তিনি রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
এরশাদবিরোধী আন্দোলনের উদাহরণ টেনে নুর বলেন, ছাত্রসংগঠনগুলো ঐক্যবদ্ধ হওয়ার পরই রাজনৈতিক দলগুলো এক হয়েছিল। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তহীন ছিল বলে উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো যদি এখনো নিষ্ক্রিয় থাকে, তবে জনগণকে ভয় নিয়ে বেঁচে থাকতে হবে বলে সতর্ক করেন তিনি।
ক্ষমতাসীন দলগুলোর সমালোচনা করে নুর অভিযোগ করেন, নব্বই দশক থেকে বর্তমান পর্যন্ত ছাত্রসংগঠনগুলোকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। মেধাভিত্তিক নেতৃত্বের পরিবর্তে সন্ত্রাসীদের হাতে ছাত্ররাজনীতির নেতৃত্ব তুলে দেওয়ায় তরুণদের কাছে এটি এখন ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ২০১৮ সালের কোটার সংস্কার আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় আহ্বায়ক মাসুদ মোন্নাফ। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল শাহারিয়া শুভ।