মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : ক্লাস শুরু ১ জানুয়ারি, ‘চূড়ান্ত হচ্ছে’ অধ্যাদেশ মাগুরায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতে আহত ৫০ ভোট: এবার নিবন্ধন পেল ৮১ স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় জামায়াত, বললেন পরওয়ার কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধ ও বাহিনী প্রত্যাহারে প্রস্তুত হামাস, চায় বন্দীমুক্তি চুক্তি

 প্রকাশিত: ২২:১৬, ৮ আগস্ট ২০২৫

যুদ্ধ বন্ধ ও বাহিনী প্রত্যাহারে প্রস্তুত হামাস, চায় বন্দীমুক্তি চুক্তি

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা শহর। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা মিশর ও কাতারের মধ্যস্থতায় 'নমনীয়তা' দেখিয়েছে এবং একটি 'ব্যাপক চুক্তি' করতে প্রস্তুত রয়েছে। শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে তারা এই বার্তা দেয়।

হামাস বলেছে, “যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিনিময়ে আমরা সব ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত।” বিবৃতিটি প্রকাশ করা হয় টেলিগ্রাম চ্যানেলে।

এছাড়া বিবৃতিতে গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনাকে 'দুঃসাহসিক' উল্লেখ করে হামাস হুঁশিয়ারি দেয়, এর জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। তারা জানায়, "এটি কোনো বনভোজন হবে না। আমরা আত্মসমর্পণ করব না।”

এই বিবৃতিটি এসেছে এমন এক সময়, যখন ইসরায়েলি মন্ত্রিসভা অবরুদ্ধ গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন দিয়েছে।

এদিকে জাতিসংঘ এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইসরায়েলকে দ্রুত ওই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরিপন্থী, যেখানে ইসরায়েলকে অবিলম্বে দখলদারিত্বের অবসান ঘটাতে বলা হয়েছে।

ভলকার তুর্ক বলেন, “সম্মত দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “এ পর্যন্ত পাওয়া তথ্য বলছে, গাজায় নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেলে ব্যাপকভাবে জোরপূর্বক বাস্তুচ্যুতি, হত্যাযজ্ঞ, মানবিক সংকট, ধ্বংসযজ্ঞ ও যুদ্ধাপরাধের ঝুঁকি বাড়বে।”