ডিএমপির ৯ সাবেক ওসি বাধ্যতামূলক অবসরে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করা ৯ জন পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি চাকরি আইনের ৪৫ ধারাবলে ‘জনস্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক নয়টি প্রজ্ঞাপনে গত ৭ আগস্ট তাদের অবসরের আদেশ জারি হলেও রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন— শিকদার মো. শামীম হোসেন, আব্দুল লতিফ, এস এম কামরুজ্জামান, আব্দুল কুদ্দুছ ফকির, মামুন অর রশিদ, নুরুল ইসলাম, কামাল হোসেন, মো. সেলিমুজ্জামান ও আবু বকর সিদ্দিক।
সরকার পরিবর্তনের পর এসব কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন অগুরুত্বপূর্ণ ইউনিটে বদলি করা হয়েছিল। আইনের ৪৫ ধারায় ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার পর কারণ দর্শানো ছাড়াই সরকার যেকোনো কর্মকর্তাকে অবসরে পাঠাতে পারে এবং এ আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকে না। অবসরে যাওয়া কর্মকর্তারা পেনশন ও অন্যান্য সুবিধা পাবেন।