মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৮ ১৪৩২, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি

 প্রকাশিত: ২০:৩৮, ৯ আগস্ট ২০২৫

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার বিকেলে রংপুর পুলিশ সদর দপ্তরের হলরুমে বিভাগের আট জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, আগামী নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে। কোনো ঘটনা ঘটলে তদন্তের পর ভোট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মতবিনিময় সভায় রংপুরের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান নাসির উদ্দিন।

এর আগে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এবং উন্নতির পথে রয়েছে। আমরা চাই মানুষ যেন শান্তিপূর্ণ ও নির্ভয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন। তবে মানুষ এখন ভোটকেন্দ্রে যাওয়া প্রায় ভুলে গেছে, তাই ভোটারদের সচেতন করে কেন্দ্রে আনা নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ।”