আশুগঞ্জে এসিল্যান্ডকে হুমকির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

আশুগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ে অনুমতি ছাড়াই জুলাই অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা এনসিপি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ে অনুমতি না নিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে অনুষ্ঠান আয়োজন এবং সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী সুমন মৃধা, জেলার যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদসহ অজ্ঞাত ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, এনসিপি নেতা আকিব জাবেদ ফোনে অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দিলে ‘মব’ তৈরি করে ভূমি অফিসে ভাঙচুর ও এসিল্যান্ডকে বদলির হুমকি দেন।
এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন জানান, মঙ্গলবার সকালে এনসিপির নেতাকর্মীরা টিনের বেড়া ভেঙে ভূমি কার্যালয়ের পেছনের জায়গায় অনুষ্ঠান করতে আসেন। সেখানে একটি ম্যুরাল ছিল, যা আগেই ভাঙচুর করা হয় বলে অভিযোগ তার। তিনি গিয়ে অনুষ্ঠান বন্ধ করতে বললে এনসিপি নেতারা ‘জুলাই মঞ্চ’ তৈরি করবেন বলে ঘোষণা দেন এবং তাকে হুমকি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
তবে এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা সেদিন বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করি, কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়। এসিল্যান্ড নিজেই আমাদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, আমরাও বলেছি—গ্রেফতার করুন। এটাকে যদি হুমকি বলা হয়, তাহলে বলার কিছু নেই।”
তিনি আরও জানান, একটি সর্বদলীয় জুলাই অনুষ্ঠানে ইউএনও না থাকলেও উপজেলা জামায়াত ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠানে মীর মাহফুজুর রহমান মুগ্ধের নামে একটি মঞ্চ তৈরির ঘোষণা দেওয়া হয়েছিল।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, “অনুমতি ছাড়া এনসিপির নেতারা অনুষ্ঠান করতে গিয়ে এসিল্যান্ডের সঙ্গে কথাকাটাকাটিতে জড়ান। তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, “ভূমি কার্যালয়ে গোপনীয় নথি থাকে। সেখানে অনুমতি ছাড়া কোনো অনুষ্ঠান করা যাবে না। এনসিপি নেতারা অনুমতি না নিয়ে অনুষ্ঠান করেছেন এবং এসিল্যান্ডের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। বিষয়টি জানালে দলের একজন জেলা পর্যায়ের নেতা আমাকে উল্টো বলেন, ‘আপনার অনুমতি লাগবে না, আমরা নিজেরাই অনুষ্ঠান করে ফেলবো।’”
এরপরও মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এনসিপি উপজেলা কমিটি অনুমতি ছাড়া ভূমি কার্যালয়ের পেছনে ‘জুলাই শহীদদের স্মরণে’ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে। এনসিপি নেতা আমিনুল ইসলাম বলেন, “আসর নামাজের পর আমরা মিলাদ মাহফিল করি, এটা স্মৃতিচারণামূলক অনুষ্ঠান ছিল।”