মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, শ্রাবণ ২১ ১৪৩২, ১০ সফর ১৪৪৭

অর্থনীতি

আর্থিক খাত ‘আইসিইউ থেকে বাড়ি ফিরেছে’: অর্থ উপদেষ্টা

 প্রকাশিত: ২১:২৭, ৪ আগস্ট ২০২৫

আর্থিক খাত ‘আইসিইউ থেকে বাড়ি ফিরেছে’: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের এক বছরে দেশের আর্থিক খাতের অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার ভাষায়, “দেশের আর্থিক খাত আইসিইউ থেকে কেবিনে ফিরেছে, এবং এখন আমরা কেবিন থেকে বাড়ি ফিরেছি।”

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্থ উপদেষ্টা বলেন, “বহুদিন ধরে ব্যবসা-বাণিজ্যে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। রাজনীতি, ব্যবসা, ব্যাংক ও মিডিয়ায় একচ্ছত্র আধিপত্য গড়ে উঠেছিল, যা বৈষম্য ও দুর্নীতিকে উসকে দিয়েছে।”

তিনি আরও বলেন, “রাজনীতিবিদরা কেউ এমপি হয়েছেন, কেউ ব্যাংকের বা টেলিভিশন চ্যানেলের মালিক হয়েছেন যার ফলে সিস্টেম হয়ে উঠেছিল অনিয়ন্ত্রিত ও স্বজনপ্রীতির আশ্রয়ে পরিচালিত। এই বৈষম্য, দুর্নীতি ও ব্যবস্থাগত দুর্বলতা আমাদের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।”

তিনি জানান, সরকার এখন এসব কাঠামোগত সমস্যার সংস্কারে অগ্রাধিকার দিচ্ছে। “গত ১৫ বছরের জমে থাকা জগদ্দল পাথর সরানোর চেষ্টায় আছি আমরা। সংস্কার সহজ নয়, কিন্তু শুরু করতে হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে,” বলেন সালেহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের সময় দেশের বুদ্ধিজীবীদের পাশে পাওয়া যায়নি।

“৬৯ ও ৭১ সালের মতো এবারও তারা পাশে থাকলে আন্দোলন আরও শক্তিশালী হতো। কিন্তু এবার তারা দুই ভাগ হয়ে নিজেদের মধ্যেই দলাদলি করেছে”।

তিনি বলেন, “বাংলাদেশে কখনো ছাত্র ও জনতা একসাথে রাস্তায় নামলে কোনো সরকারই টিকে থাকতে পারেনি। এবারও তা হয়নি। এটা আমাদের সবাইকে শেখার সুযোগ করে দিয়েছে।”

গভর্নর বলেন, মূল্যস্ফীতি ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা জরুরি, যেখানে বর্তমানে এটি ৮ শতাংশের ওপরে রয়েছে। তিনি ব্যাংকিং খাতে সংস্কারের অংশ হিসেবে ব্যাংক কোম্পানি অ্যাক্ট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, “সংস্কার সম্ভব, যদি আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করি। আমরা যদি না পারি, তাহলে কেউই পারবে না। এখন সময় হয়েছে আর্থিক খাতকে এক নতুন উচ্চতায় নেওয়ার”।

অর্থ উপদেষ্টার প্রতি সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের ঘুরে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে, এতে সরকার এবং নীতিনির্ধারকদের একযোগে কাজ করা জরুরি।”