মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৮ ১৪৩২, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুর শ্রীপুরে জুলাই যোদ্ধাদের নামের তালিকা সংশোধনের দাবিতে আধঘণ্টা মহাসড়ক অবরোধ

 প্রকাশিত: ১৪:২৪, ১০ আগস্ট ২০২৫

গাজীপুর শ্রীপুরে জুলাই যোদ্ধাদের নামের তালিকা সংশোধনের দাবিতে আধঘণ্টা মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে ভুয়া নাম বাদ দিয়ে প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে আধঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

গাজীপুরের শ্রীপুরে জুলাই যোদ্ধাদের নামের তালিকা সংশোধনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় প্রায় শতাধিক আন্দোলনকারী ‘ছাত্র-জনতা’ ব্যানারে এই কর্মসূচি শুরু করেন।

তারা জুলাই যোদ্ধাদের তালিকায় অনেক ভুল ও অনিয়মের অভিযোগ তুলে ভুয়া নাম বাদ দিয়ে প্রকৃত যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান। আন্দোলনকারীদের মধ্যে নিলয় মৃধা বলেন, “তালিকায় অনেকে খেয়ালখুশি মতো অন্তর্ভুক্ত হয়েছেন, প্রকৃত যোদ্ধারা বাদ পড়েছেন। বর্তমানে তালিকায় ৪২ জন রয়েছে, তাদের যাচাই-বাছাই করে সংশোধন করা প্রয়োজন।”

বিক্ষোভ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল বারিক ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার মাধ্যমে পরিস্থিতি শান্ত করেন। আধঘণ্টা অবরোধের পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে উপজেলা পরিষদের দিকে চলে যান।