ফ্যাসিবাদী দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না: মো. শাহজাহান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, কোনোভাবেই ফ্যাসিবাদী দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।
শনিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মো. শাহজাহান বলেন, “আমাদের ভোট হবে নিজস্ব প্ল্যাটফর্মে এবং দলীয় ব্যানারে। মার্কা হবে ধানের শীষ। কারও মার্কা দাঁড়িপাল্লা, কারও অন্য মার্কা হতে পারে। তবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি দাবি করেন, বিএনপির সঙ্গে অনেক রাজনৈতিক দলের দূরত্ব থাকলেও বেগম খালেদা জিয়ার সঙ্গে কারও দূরত্ব নেই। “সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তাকে অপমান করতে পারে না,” বলেন তিনি।
শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, “একজন বলেছিলেন আমরা পালাবো না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে। যদি ফ্যাসিবাদ ক্ষমতায় থাকত, আমরা এত আনন্দ-উৎসবের সঙ্গে এখানে আসতে পারতাম না; মনে ভয় থাকত—কখন গ্রেফতার বা গুলি করা হবে।”
আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করা মানুষদের জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে তিনি বলেন, “যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না।”
সমাবেশে সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় ও সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য সালাহউদ্দিন কামরান ও আবু নাসের প্রমুখ।