হোটেল সী পার্লে রহস্যজনক অবস্থান এনসিপি নেতাদের

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিনড্রাইভ লাগোয়া `হোটেল সী পার্ল রিসোর্ট এন্ড স্পাতে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত পাঁচ তারকা মানের হোটেল 'সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা'তে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে হোটেলটিতে প্রবেশ করলেও এরপর থেকে তাদের কাউকে হোটেলের বাইরে দেখা যায়নি।
হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা ৩২ মিনিটে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং তার স্ত্রী ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা হোটেলে প্রবেশ করেন। এছাড়া সারজিস আলমের স্ত্রীও তাদের সঙ্গে রয়েছেন।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রবেশের পর থেকে হোটেল চত্বর বা সামনে থাকা সৈকত অংশেও আসেননি।
মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে সরেজমিনে দেখা গেছে, হোটেল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে র্যাব-১৫ এর একটি টহল দল অবস্থান করছে এবং পাশাপাশি রয়েছেন পুলিশের সদস্যরাও।
তবে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব নেতা কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিরাপত্তা চাওয়া হয়নি এবং প্রশাসনের তরফ থেকেও কোনো প্রকার প্রটোকল দেওয়া হয়নি।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন, “তারা আমাদের জানিয়ে আসেননি, তাদেরকে প্রটোকল দেওয়া হয়নি। এটি কোনো সরকারি সফর বা বিশেষ সফর নয়।”
এদিকে গুঞ্জন উঠেছে, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ওই হোটেলে অবস্থান করছেন এবং এনসিপি নেতাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে সরেজমিন অনুসন্ধানে তার উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি। হোটেলটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সেখানে কোনো বিদেশি অতিথি নেই।