জাতীয় বিশ্ববিদ্যালয়ে এআই দিয়ে পরীক্ষা, প্রিন্সিপাল চা খাচ্ছেন - উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাপদ্ধতির ত্রুটির অভিযোগ তুলে উপাচার্য বলেন, অনেক কলেজে শিক্ষার্থীরা মোবাইলে এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে
ঢাকা, ১০ আগস্ট ২০২৫ – জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাপদ্ধতি ও পাঠ্যক্রমে শিক্ষা ও শিল্প খাতের সংযোগ প্রায় নেই। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয়, পরীক্ষার্থী তৈরি করছে।’
আজ রোববার বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সিপিডি আয়োজন করা ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এসব মন্তব্য করেন। উপাচার্য জানান, সম্প্রতি ঢাকার এক কলেজ পরিদর্শনে গিয়ে তিনি দেখেছেন, পরীক্ষার হলে শিক্ষার্থীরা মোবাইল ফোনে এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে, অথচ প্রিন্সিপাল চুপচাপ বসে চা খাচ্ছেন।
তিনি আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা নেই, উচ্চাকাঙ্ক্ষাও কম। ফলে বড় কোম্পানিগুলো তাদের সহজে নিয়ন্ত্রণ করতে পারে।’ পরীক্ষার দুর্বলতা তুলে ধরে তিনি জানান, অনেক কলেজে ল্যাব না থাকা সত্ত্বেও রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানে ১০০ নম্বর দেওয়া হয়, যেখানে কোনো বাস্তব কাজ হয় না।
উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেন, ‘অবস্থা এতটাই ভয়াবহ যে দায়িত্বশীল শিক্ষক পাওয়া কঠিন, অনেক কলেজে শিক্ষকরা গোষ্ঠী ভাগ হয়ে পড়েছেন।’
সিপিডির এই সংলাপে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্ব।