শনিবার ০৯ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৫ ১৪৩২, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের ঝুলিতে দুটি ব্রোঞ্জ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:৪৩, ৮ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের ঝুলিতে দুটি ব্রোঞ্জ

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দলের সদস্যরা

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের (আইওএআই) দ্বিতীয় আসরে দুটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। বিশ্বের ৭৩টি দেশের ৮৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।

বাংলাদেশ দলের হয়ে ব্রোঞ্জপদক পেয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রিয়াসাত ইসলাম ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরেফিন আনোয়ার। নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিসবাহ উদ্দিন পেয়েছে ‘অনারেবল মেনশন’। দলের অপর সদস্য নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবরার শহীদ।

অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, বিশ্বমঞ্চে দেশের জন্য সম্মান বয়ে আনা গর্বের বিষয়। এবারের প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ সদস্যের সাফল্য প্রমাণ করে শিক্ষার্থীদের এআই–এর প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে।

ব্রোঞ্জজয়ী রিয়াসাত ইসলাম বলেন, প্রথমবার অংশ নিয়েই পদক পাওয়া আনন্দের। কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েও দলের প্রচেষ্টায় সফল হওয়া গেছে। আরেফিন আনোয়ার বলেন, এবারের আয়োজন ও প্রতিযোগিতা ছিল বিশেষভাবে চ্যালেঞ্জিং ও স্মরণীয়।

দলের মেন্টর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম খান বলেন, বাংলাদেশের তরুণেরা প্রমাণ করেছে যে তারা প্রযুক্তি ও উদ্ভাবনের আন্তর্জাতিক অঙ্গনে সমানতালে প্রতিযোগিতা করতে সক্ষম।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক দেশে এই প্রতিযোগিতার আয়োজক। ২০২৫ সালের আসরে পৃষ্ঠপোষকতা দেয় বিইউবিটি, রেভ চ্যাট, ব্রেইন স্টেশন ২৩, ইনটেলিজেন্ট মেশিনস ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।