শনিবার ০৯ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৫ ১৪৩২, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

নারীর মর্যাদা রক্ষায় লড়াই অব্যাহত রাখার আহ্বান

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:১০, ৮ আগস্ট ২০২৫

নারীর মর্যাদা রক্ষায় লড়াই অব্যাহত রাখার আহ্বান

জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীর মর্যাদা সুরক্ষিত হচ্ছে না—জুলাই আন্দোলনের পর মেয়েদের হারিয়ে যাওয়াই তার প্রমাণ। তিনি বলেন, পুরুষতান্ত্রিক সমাজ এখনো নারীদের পেছনে ঠেলে দিচ্ছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ফরিদা আখতার। জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী ও শহীদ পরিবারের সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

ফরিদা আখতার বলেন, নারীরা যেন পরিবার ও সমাজে সমান মর্যাদা পান, সে জন্যই দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। কোনোভাবেই ধর্মীয় অনুভূতিকে আঘাত না করার বিষয়ে অন্তর্বর্তী সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে যৌনকর্মীদের শ্রমিকের স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নিয়ে কিছু ভুল বোঝাবুঝি আছে। যৌনকর্মী হোক বা অন্য পেশার মানুষ—মানবিক মর্যাদা সবারই প্রাপ্য।’

উত্তরাধিকার আইনের বিষয়ে তিনি বলেন, কমিশনের প্রতিবেদনে ধর্মীয় আইন মেনে সম্পদ বণ্টন করতে চাইলে তা বহাল থাকবে। তবে দেওয়ানি আইনে যারা ভাই-বোন বা সন্তানদের সমান সম্পদ দিতে চান, তাদের জন্য সমান বণ্টনের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

ফরিদা আখতার বলেন, ‘অধিকার কেউ দিয়ে যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়।’ তিনি দেশের সব পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাঈম প্রমী। বক্তব্য দেন বুয়েট ছাত্র আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন, শহীদ আনাসের মা সানজিদা খানসহ শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। তারা নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির দাবি জানান।