সোমবার ০৪ আগস্ট ২০২৫, শ্রাবণ ২০ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

৫০০ বছর পর জেগে উঠল রাশিয়ার ঘুমন্ত আগ্নেয়গিরি

 প্রকাশিত: ১০:৪৫, ৪ আগস্ট ২০২৫

৫০০ বছর পর জেগে উঠল রাশিয়ার ঘুমন্ত আগ্নেয়গিরি

আগ্নেয়গিরি থেকে কুন্ডলী পাকিয়ে উঠছে ছাই। ছবি: বিবিসি

রাশিয়ার ফার ইস্টে অবস্থিত কামচাটকা উপদ্বীপে ৫০০ বছরের ঘুম ভেঙে জেগে উঠেছে একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। ভূমিকম্পের কয়েকদিন পরই শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতে ছাই ছড়িয়ে পড়েছে প্রায় ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত।

বিশেষজ্ঞদের ধারণা, গত সপ্তাহে আঘাত হানা ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং এই অগ্ন্যুৎপাতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে। ভূমিকম্পের প্রভাবে ফ্রেঞ্চ পলিনেশিয়া, চিলি, ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, আগ্নেয়গিরির আশপাশের জনবহুল এলাকাগুলোতে এখনো বড় ধরনের কোনো হুমকি দেখা যায়নি। তবে তিনটি এলাকায় সুনামি সতর্কতা বহাল রয়েছে।

কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিযেটির সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল ১৫ শতকে, সেটিই এবার বিস্ফোরিত হয়েছে বলে নিশ্চিত করেছেন ভলকানিক ইরাপশন রেসপন্স টিম-এর প্রধান ওলগা গিরিনা। তিনি বলেন, “গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পই হয়তো এই বিস্ফোরণের কারণ।”

কামচাটকা উপদ্বীপটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত, যেটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অঞ্চলটিতে প্রায়ই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও ভূকম্পন ঘটে।