ইউনিয়ন পর্যায়ে অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করার দাবি

গ্রামীণ এলাকায় অ্যান্টিভেনমের অভাবে সাপে দংশনের পর প্রাথমিক চিকিৎসা পেতে হিমশিম খাচ্ছেন রোগীরা
প্রতিবছর বর্ষা মৌসুমে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে ঘটে। শুধু বর্ষাকাল নয়, বছরের অন্যান্য সময়েও বিশেষ করে গ্রামীণ এলাকায় সাপে দংশনের শিকার হয়ে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। এসব অঞ্চলে এখনো কুসংস্কার, সচেতনতার অভাব এবং আধুনিক চিকিৎসা গ্রহণে অনীহার প্রবণতা বিদ্যমান। ফলে অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে ওঝা বা কবিরাজের কাছে যান এবং ভুল চিকিৎসায় মৃত্যুঝুঁকি আরও বাড়ে।
দুঃখজনকভাবে, দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এখনো অ্যান্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয়নি। নেই কোনো কেন্দ্রীয় পরিকল্পনা কিংবা সমন্বিত পদক্ষেপ। সাপে দংশন সংক্রান্ত বিভিন্ন ভুল ধারণা এখনো মানুষের মধ্যে বিদ্যমান, যা তাদের সঠিক চিকিৎসা নিতে নিরুৎসাহিত করে।
বিশেষজ্ঞরা বলছেন, সাপে দংশনের পর মৃত্যুহার কমাতে হলে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক পর্যায়ে অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি গ্রামাঞ্চলে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা তৈরি, ভ্রান্ত ধারণা দূর করা এবং জরুরি মুহূর্তে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি।
জনস্বাস্থ্য সুরক্ষায় ইউনিয়ন পর্যায়ে অ্যান্টিভেনম মজুত এবং সচেতনতামূলক কার্যক্রম অবিলম্বে শুরু করা সময়ের দাবি হয়ে উঠেছে।