মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের কাছাকাছি শেখ হাসিনার ‘প্লট দুর্নীতি’ মামলা জুলাই সনদ নিয়ে এখন সিদ্ধান্ত নেবে সরকার: রিজওয়ানা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পুরান ঢাকায় নিহত মামুনকে হত্যার চেষ্টা হয়েছিল দুই বছর আগেও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: মির্জা ফখরুল পুরান ঢাকায় হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়: আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের দিনে ঢাকায় বোমাবাজি রাজধানীতে ভোরে দুই বাসে আগুন ৮ বছর পর ভারত থেকে হিলি বন্দর দিয়ে আপেল আমদানি শুরু সংসদ নির্বাচন: অঞ্চলভেদে থাকবে কমান্ডো বাহিনী, কঠোর বার্তা ইসির আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়নে নামলো লতিফ সিদ্দিকীর জামিন বহাল গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি চলবে একুয়াডোরে কারাগারে দাঙ্গার মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু

অর্থনীতি

এক মাসেই ৩০ হাজার কোটি টাকার রেমিট্যান্স, বৃদ্ধির হার ২৯%

 প্রকাশিত: ২২:৩২, ৩ আগস্ট ২০২৫

এক মাসেই ৩০ হাজার কোটি টাকার রেমিট্যান্স, বৃদ্ধির হার ২৯%

নতুন অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাসেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশ অর্থনীতিকে দিয়েছে বড় ধরনের সহায়তা। জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবারের জুলাইয়ে রেমিট্যান্স বেড়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালের জুলাইয়ে দেশে এসেছিল ১৯১ কোটি ডলার রেমিট্যান্স। রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে প্রবাসীরা ওই সময় রেমিট্যান্স প্রবাহ কমিয়ে দিয়েছিলেন।

তবে সরকারের নীতি ও স্থিতিশীল পরিস্থিতির ফলে রেমিট্যান্স আবারও ঊর্ধ্বমুখী ধারা ফিরে পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, ২.৫ শতাংশ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন এই প্রবাহ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

এর আগে গত জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮২ কোটি ডলার রেমিট্যান্স, যা তার আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।

২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। গত অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এবং বৈদেশিক মুদ্রার জোগানে স্বস্তি নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।