সোমবার ০৪ আগস্ট ২০২৫, শ্রাবণ ২০ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

টাঙ্গুয়ার হাওরে বিশেষ অভিযানে ২০ হাজার মিটার জাল ও ২ হাজার প্লাস্টিকের চাঁই জব্দ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:৫২, ৩ আগস্ট ২০২৫

টাঙ্গুয়ার হাওরে বিশেষ অভিযানে ২০ হাজার মিটার জাল ও ২ হাজার প্লাস্টিকের চাঁই জব্দ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে জব্দ করা জাল ও চাঁই ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বিশেষ অভিযানে ২০ হাজার মিটার অবৈধ জাল এবং ২ হাজার প্লাস্টিকের চাঁই জব্দ করেছে প্রশাসন। আজ রোববার হাওরের মানিকখিলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযানে জব্দ করা জাল ও চাঁই পুড়িয়ে ধ্বংস করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসেম জানান, টাঙ্গুয়ার হাওর একটি সংরক্ষিত এলাকা। এখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসন নিয়মিত নজরদারি করছে। সংরক্ষিত এলাকার সম্পদ নষ্ট হয় এমন কোনো কার্যকলাপ বরদাশত করা হবে না।

সরকারি তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গুয়ার হাওরের আয়তন প্রায় ১২ হাজার ৬৫৫ হেক্টর। এতে ১০৯টি ছোট-বড় বিল রয়েছে। ১৯৯৯ সালে হাওরটিকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ ঘোষণা করা হয়। এরপর ২০০০ সালের ২০ জানুয়ারি একে ‘রামসার সাইট’ বা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

২০০১ সালে হাওরটির দায়িত্ব পরিবেশ ও বন মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়। এরপর ২০০৩ সালের ৯ নভেম্বর থেকে হাওরের সরাসরি নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন।