পরমাণু ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো ইরান: পরিদর্শনের সুযোগ নেই

ইরানের পরমাণু স্থাপনা। ছবি: সংগৃহীত
ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিকভাবে প্রবেশের অনুমতি দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। তিনি এই বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়ানো গুজব অস্বীকার করে বলেন, "পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র কোনো সরাসরি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে না।"
আজিজি আরও জানান, আগামী সপ্তাহে আইএইএ-র একটি প্রতিনিধিদল ইরান সফরে আসবে ঠিকই, তবে তাদের সফর শুধুমাত্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা সীমিত থাকবে। এই আলোচনার অংশ হিসেবে কোনো ধরনের শারীরিক পরিদর্শনের অনুমতি থাকবে না বলেও তিনি পুনরায় নিশ্চিত করেন।
তিনি বলেন, "ইরানের পার্লামেন্টের একটি আইনের ভিত্তিতে পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থার শারীরিক প্রবেশাধিকার অনুমোদনযোগ্য নয়।"
তবে তিনি জানান, ইরান প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনায় আগ্রহী থাকবে। এসব আলোচনা পারস্পরিক মতবিনিময় এবং যেকোনো বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে পরিচালিত হবে।
এর আগে সোমবার, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ঘোষণা দিয়েছিলেন, আগামী ১০ দিনের মধ্যে আইএইএ-র একটি কারিগরি প্রতিনিধি দল তেহরান সফর করবে। আজিজির বক্তব্যে এই সফরের ধরন শুধুমাত্র প্রযুক্তিগত আলোচনা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, তা পরিষ্কারভাবে উঠে এসেছে।