সোমবার ০৪ আগস্ট ২০২৫, শ্রাবণ ২০ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদি আরবে এক দিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:১০, ৩ আগস্ট ২০২৫

সৌদি আরবে এক দিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে মাদক-সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

সৌদি আরবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে সম্প্রতি মাদক-সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, গত শনিবার দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় সোমালিয়ার চারজন ও ইথিওপিয়ার তিনজন নাগরিককে হাশিশ চোরাচালানের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, মাকে হত্যার দায়ে একজন সৌদি নাগরিককেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে মোট ২৩১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ১৫৪ জনের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অপরাধের অভিযোগ ছিল।

গত বছর দেশটিতে মোট ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। চলতি বছরের এই হারে মৃত্যুদণ্ড কার্যকর হলে তা ২০২৪ সালের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে শুরু হওয়া ‘মাদকবিরোধী যুদ্ধের’ কারণে মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়েছে। এই অভিযানের সময় আটক অনেক আসামির বিরুদ্ধে বিচার শেষে কঠোর সাজা কার্যকর করা হচ্ছে।

সৌদি আরব ২০২২ সালের শেষ দিক থেকে মাদক-সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড পুনরায় কার্যকর করতে শুরু করে। ২০২২ সালে ১৯ জন, ২০২৩ সালে ২ জন এবং ২০২৪ সালে ১১৭ জনের মৃত্যুদণ্ড মাদক অপরাধে কার্যকর করা হয়েছে।

অধিকারকর্মীরা মনে করছেন, মৃত্যুদণ্ডের এই প্রবণতা সৌদি আরবের ‘উন্মুক্ত ও সহনশীল সমাজ’ গঠনের প্রচেষ্টাকে ব্যাহত করছে। তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করে, জনশৃঙ্খলা রক্ষার জন্য মৃত্যুদণ্ড অপরিহার্য এবং সব ধরনের আপিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এই সাজা কার্যকর করা হয়।