মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, শ্রাবণ ২১ ১৪৩২, ১০ সফর ১৪৪৭

জাতীয়

জুলাই ঘোষণাপত্র পাঠ: মানিক মিয়ায় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

 প্রকাশিত: ২১:৫৭, ৪ আগস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্র পাঠ: মানিক মিয়ায় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

সেচ ভবনের উল্টো পাশে মঞ্চ তৈরির কাজ চলছে । ছবি সংগৃহিত

জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব অংশীজনের উপস্থিতিতে এ ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৪ আগস্ট) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেচ ভবনের উল্টো পাশে মঞ্চ তৈরির কাজ চলছে। পাশাপাশি সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের কাজও চলমান রয়েছে। মূল সড়কের পশ্চিম পাশে মঞ্চ নির্মাণ করায় সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে। যানজট এড়াতে সংসদ ভবনের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে একটি সড়ক যান চলাচলের জন্য খোলা রাখা হয়েছে।

সেখানে দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা জানান, সারা রাতই কাজ চলবে এবং আগামীকাল সকাল নাগাদ সব প্রস্তুতি সম্পন্ন হবে।

সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ঘোষণাপত্র পাঠের আগে দিনব্যাপী থাকবে অভ্যুত্থানকেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক পর্ব। এ আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়।